কবি নজরুল কলেজের বৈষম্যবিরোধীদের কমিটি থেকে সদস্যের পদত্যাগ

কবি নজরুল সরকারি কলেজ
কবি নজরুল সরকারি কলেজ  © ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কবি নজরুল সরকারি কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাসিবুর রহমান আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক লিখিত পদত্যাগপত্রে তিনি সংগঠন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

হাসিবুর রহমান বলেন, ‘আমি দেশের জন্য সংগ্রাম করেছি, তবে রাজনীতি করতে আগ্রহী নই। যখন জানতে পারলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে, তখন আমি পদত্যাগের সিদ্ধান্ত নিই। তবে আমাকে কেউ চাপ প্রয়োগ করেনি, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় পদত্যাগ করেছি।’

তিনি আরও বলেন, ‘দেশের প্রয়োজনে যদি আবার আন্দোলনের প্রয়োজন হয়, তাহলে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করবো।’

জানা গেছে, হাসিবুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আন্দোলনের সময় ২১ জুলাই তাকে গ্রেফতার করা হয় এবং তিনি অমানবিক নির্যাতনের শিকার হন। প্রায় ১৭ দিন কারাবন্দি থাকার পর ৭ আগস্ট তিনি মুক্তি পান। 

এক শিক্ষার্থী জানান, তার এই ঘটনা সংগঠনের ভেতরের অন্তর্দ্বন্দ্ব ও মতাদর্শিক বিভাজনকে সামনে নিয়ে এসেছে। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য গড়ে ওঠা একটি সংগঠন যদি রাজনীতির শিকার হয়, তবে এটি নিঃসন্দেহে হতাশাজনক। ভবিষ্যতে এই আন্দোলন আদর্শগত অবস্থান ধরে রাখতে পারবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।

সংগঠনটির আহ্বায়ক নাঈম ফরাজী বলেন, আমি বিষয়টি কিছুক্ষণ আগেই জেনেছি। তার এই পদত্যাগের নির্দিষ্ট কোনো কারণ আমাকে বলেনি। তার সাথে কথা বলে বিষয়টা দেখছি। তবে এটা কোন রাজনৈতিক সংগঠন নয়। কোন কুচক্রী মহল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কমিটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তবে আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এখনো থাকব। কোন কুচক্রী মহল অপচেষ্টা করলে আমরা কঠোর হাতে দমন করব।


সর্বশেষ সংবাদ