আজ জাতীয় ভোটার দিবস
ফেনী জেলায় মোট ভোটারের প্রায় অর্ধেক তরুণ
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০২:২১ PM , আপডেট: ০২ মার্চ ২০২৫, ০২:৪৮ PM

ফেনী জেলা নির্বাচন অফিসের সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, জেলার মোট ভোটারের অর্ধেকেরও বেশি তরুণ ভোটার। ১২ লাখ ৯১ হাজার ৬৪০ জন ভোটারের মধ্যে ১৮ থেকে ৩৭ বছর বয়সী ভোটারের সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ২৬৮ জন, যা জেলার মোট ভোটারের প্রায় অর্ধেক।
ফেনী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটার হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে এবং এ কার্যক্রম শেষ হলে তরুণ ভোটারদের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। তারা আগামী সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলায় ১৮ থেকে ২১ বছর বয়সী ভোটারের সংখ্যা ৭৩ হাজার ৩০৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৪৩ হাজার ৫৮৭ জন, নারী সংখ্যা ২৯ হাজার ৭১৯ জন। ২২ থেকে ২৫ বছর বয়সী ভোটারের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৩৮৭ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৭০ হাজার ৬৩৬ জন, নারীর সংখ্যা ৫১ হাজার ৭৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। ২৬ থেকে ২৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ১ লাখ ২২ হাজার ১৬৮ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৬৩ হাজার ৭২৬ জন, নারীর সংখ্যা ৫৮ হাজার ৪৪০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। ৩০ থেকে ৩৩ বয়সী ভোটারের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫৬ হাজার ৫১৬ জন। নারী ভোটারের সংখ্যা ৫৭ হাজার ১১৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। ৩৪ থেকে ৩৭ বয়সী ভোটারের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৭৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৭ হাজার ৫৯ জন। নারী ভোটারের সংখ্যা ৮০ হাজার ৭১৩ জন।
আরও পড়ুন: চাঁদাবাজির ভিডিও ভাইরাল : বৈষম্যবিরোধী নেতা নাহিদ হাসানকে শোকজ
অন্যদিকে জেলায় ৩৮ থেকে ৪১ বছর বয়সী ভোটারের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৫ হাজার ৪২৮ জন এবং নারী ভোটারের সংখ্যা ৫৮ হাজার ২৯৮ জন। ৪২ থেকে ৪৫ বছর বয়সী ভোটারের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৫ হাজার ৪ জন, নারী ভোটারের সংখ্যা ৫৭ হাজার ৫৪২ জন। ৪৬ থেকে ৪৯ বয়সী ভোটারের সংখ্যা ৯১ হাজার ৬৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫০ হাজার ৭৭৭ জন এবং নারী ভোটারের সংখ্যা ৪০ হাজার ৯১৮ জন। ৫০ থেকে ৫৩ বয়সী ভোটারের সংখ্যা ৭৬ হাজার ৮৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪১ হাজার ৫৮৬ জন এবং নারী ভোটারের সংখ্যা ৩৫ হাজার ২৪৫ জন। ৫৪ থেকে ৫৭ বয়সী ভোটারের সংখ্যা ৭৫ হাজার ৭৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩৯ হাজার ৩৯৩ জন এবং নারী ভোটারের সংখ্যা ৩৬ হাজার ৩৫৭ জন। ৫৮ থেকে ৬০ বছর বয়সী ভোটারের সংখ্যা ৩৮ হাজার ৮০১ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২১ হাজার ৬২১ জন এবং নারী ভোটারের সংখ্যা ১৭ হাজার ১৮০ জন। এ ছাড়া জেলায় ৬০ বছরের অধিক ভোটারের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৩০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ৩৭৮ জন এবং নারী ভোটার ১ লাখ ১ হাজার ৯২২ জন।
নির্বাচন অফিস সূত্র আরও জানায়, ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত ফেনী সদর উপজেলায় বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ২৪ হাজার ৭৪৮ জন। দাগনভূঞা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৪৪৩ জন। সোনাগাজী উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ৬১৪ জন। পরশুরাম উপজেলায় মোট ভোটার ৯৪ হাজার ৫৯৮ জন। ফুলগাজী উপজেলায় মোট ভোটার ১ লাখ ১০ হাজার ৩২৫ জন। ছাগলনাইয়া উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭২ হাজার ৬৯ জন।
আরও পড়ুন: বাগেরহাটে ৮ মাস ধরে বেতন পান না ২১১ সিএইচসিপি, চিকিৎসাসেবা ব্যাহত
অন্যদিকে সর্বশেষ হালনাগাদ অনুযায়ী জেলার ৩টি সংসদীয় আসনের মধ্যে ফেনী-১ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৭৬১ জন। ফেনী-২ সংসদীয় আসনে ফেনী সদর উপজেলায় মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ৯৫১ জন ও ফেনী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ৮৩০ জন।
সংশ্লিষ্টরা বলছে, চলমান হালনাগাদ কার্যক্রম শেষে জেলায় তরুণ ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে তরুণরাই বেশি ভূমিকা রাখতে পারে।
তরুণ ভোটার তানজিদ উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জেলায় তরুণ ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। এবারের নির্বাচনে আমরা তরুণরা সক্রিয়ভাবে ভোটাধিকার প্রয়োগ করব। তবে, নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এই প্রত্যাশা রইল।’
রফিক উদ্দিন নামের এক ভোটার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জেলায় তরুণ ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তরুণরা সক্রিয়ভাবে ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে পরিবর্তন আসতে পারে।
ফাহিম রেজা নামের আরেক তরুণ ভোটার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এবার প্রথমবারের মতো আমি ভোটার হয়েছি। ফ্যাসিবাদের আমলে ভোট না দিলেও ভোট হয়ে যেতো, এমন শুনতাম। কিন্তু এখন আমরা নতুন বাংলাদেশ গড়েছি। আমরা চাই, ফ্যাসিবাদী কায়দায় আর ভোট না সাজানো হোক।’
আরও পড়ুন: রাঙামাটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জেলাব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান। আগের হালনাগাদ অনুযায়ী জেলায় তরুণ ভোটার সংখ্যাই বেশি। ইতোমধ্যে ৩ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ ও বায়োমেট্রিক কার্যক্রম শেষ হয়েছে।
তিনি আরও বলেন, হালনাগাদ কার্যক্রম শেষ হলে এ তরুণ ভোটারদের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ জেলায় তরুণদের ভোটার হওয়ার আগ্রহ অনেক বেশি। ভোটার হওয়া চলমান প্রক্রিয়া। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগ অবধি এ কার্যক্রম চলবে। তখনকার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ঘোষণা করা হবে বলে জানান তিনি।