বাড়িঘর পোড়ানোর কারণ জানিয়ে কাফির স্ট্যাটাস

  © সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি দাবি করেছেন, ‘আমি দেশের পক্ষে কথা বলেছি। জুলাই আগষ্ট আন্দোলন করেছি। সবশেষ ধানমন্ডি ৩২ এ উপস্থিত থেকেছি। যার সূত্র ধরে আমার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নুরুজ্জামান কাফি তার ফেরিফায়েড ফেসবুক পেজে এ দাবি করেন। এই স্ট্যাটাসে তিনি প্রধান উপদেষ্টা বরাবর লেখা একটি চিঠি সংযুক্ত করেছেন।

সাংবাদিকদের উদ্দেশে লিখেছেন, বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি) বেলা ১২টায় ডিসি অফিসের গেইটের সামনে সাংবাদিক ভাইদের সাথে আমি মতবিনিময় করতে যাচ্ছি। সাংবাদিক ভাইদের উপস্থিতি একান্ত কামনা করছি।

স্ট্যাটাসে কাফি লিখেছেন, ‘আমি দেশের পক্ষে কথা বলেছি। জুলাই আগষ্ট আন্দোলন করেছি। সবশেষ ধানমন্ডি ৩২ এ উপস্থিত থেকেছি। যার সূত্র ধরে আমার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আমিসহ যারা জুলাই আগষ্ট আন্দোলন করেছে আমাদের নিরাপত্তা দিনদিন হারাচ্ছি। ’

স্ট্যাটাসে সরকারের উদ্দেশে লিখেছেন, ‘আমি বর্তমান সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিয়েছি। আমার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া মানুষ নামের অমানুষ গুলোকে যদি আইনের আওতায় নিয়ে না আসা হয়। বিচার না করা হয় এবং আমার পুড়ে যাওয়া ঘর পুর্নগঠন কাজ শুরু না করা হয় ৭ দিনের মধ্যে তবে আমি ৭ দিনের মাথায় রাজ পথে দাঁড়াবো। আমি একাই লড়ে যাবো। প্রয়োজনে বিপ্লবী সরকারের ডাক দিবো।’ 

উল্লেখ্য, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের কাফির টিনশেড ঘরে গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ঘরটি পুড়ে যায়।


সর্বশেষ সংবাদ