বাসে কলেজছাত্রী লাঞ্ছিত, ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:১৮ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:১৮ PM

বিএম কলেজের এক ছাত্রীকে লাঞ্চিত করার অভিযোগে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। ফলে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
জানা গেছে, বাসের সিটে বসা নিয়ে বিএম কলেজের এক ছাত্রীকে লাঞ্ছিত করেন বাস শ্রমিকরা। এর প্রতিবাদ জানাতে বিএম কলেজের শিক্ষার্থীরা রূপাতলী বাস টার্মিনালে যান। এসময় শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এরপরে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী।
বিস্তারিত আসছে...