চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং

কাউখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে  চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে মাইকিং করা হয়
কাউখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে মাইকিং করা হয়  © সংগৃহীত

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে মাইকিং করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহাসানুল কবির, সদস্যসচিব এস এম দ্বীন মোহাম্মদ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়ার পক্ষ থেকে এই মাইকিং করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এই মাইকিং করা হয়। 

মাইকিংয়ে বলা হয়, 'পিরোজপুরের কাউখালী উপজেলায় সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা বিএনপি বা বিএনপির কোনো নেতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, সালিশ বাণিজ্য ও ভয়ভীতি প্রদর্শনসহ কোনো প্রকার বেআইনি কার্যক্রম সংঘটিত করলে বা সংঘটিত করতে প্রস্তুতি নিলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন বা আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করুন।'

মাইকিংয়ে আরও বলা হয়েছে, 'বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়া ও প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে মামলা-হামলা ও তদবিরের কথা বলে আর্থিক লেনদেনে লিপ্ত আছেন, যা চাঁদাবাজির শামিল। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে কেউ লিপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হবে।'

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আহসানুল কবির বলেন, ‘জনসাধারণকে সতর্ক করার জন্য আমরা (কাউখালী উপজেলা বিএনপি) এ রকম মাইকিং করছি। কারণ, কয়েক মাস ধরে বিভিন্ন নামে ও বিভিন্ন পরিচয়ে মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়েছে। এর সঙ্গে উপজেলা বিএনপি কোনোভাবেই জড়িত নয়। তাই উপজেলাবাসীকে সাবধান করতে এ ঘোষণা জানিয়েছি।’

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, ' চাঁদাবাজির বিষয়ে জনসাধারণের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'


সর্বশেষ সংবাদ