চাঁদাবাজির দায়ে ছাত্রদলের দুই নেতা আটক, মুচলেকায় মুক্তি
- ভোলা প্রতিনিধি
- প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:০২ PM
ভোলার চরফ্যাশনে চাঁদাবাজির অভিযোগে এইচ এম রুমি ওরফে আসাদ এবং মো. মাকসুদ নামের দুই ছাত্রদল নেতাকে আটক করার পর মুচলেকা নিয়ে মুক্তি দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে দক্ষিণ আইচা থানা পুলিশ তাদের আটক করে। দুপুরে মুচলেকা নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। আটককৃত আসাদ উপজেলার চরমানিকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামরুল সিকদারের ছেলে এবং মাকসুদ একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল খালেক বেপারীর ছেলে। তারা দু’জনই দক্ষিণ আইচা থানা ছাত্রদলের নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি রাত ১০ টার দিকে উপজেলার চরকচ্ছিয়া এলাকার মামুন নামের দুই সন্তানের জনক এক মাছ ব্যবসায়ী চরকচ্ছপিয়া নাছির মাস্টার বাজার এলাকায় এক তরুণীর বাসায় গিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত দাবি করে মাছ ব্যবসায়ী মামুনকে। এরপর দক্ষিণ আইচা থানা ছাত্রদল নেতা পরিচয়দানকারী আসাদ ও মাকসুদ ওই তরুণীর ঘর থেকে রাতে অভিযুক্ত মামুনের কাছে থেকে ৮০ হাজার টাকা নিয়ে তরুণীর ঘর থেকে মামুনকে তুলে নিয়ে যান।
এই ঘটনার একদিন অতিবাহিত হলে তরুণীর পরিবার অভিযুক্ত মামুনের পরিবারের কাছে বিচার প্রার্থনা করেন। এর জের ধরে অভিযুক্ত মামুন ছাত্রদল পরিচয়দানকারী দুই নেতার কাছ থেকে ৮০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় মঙ্গলবার সকালে দক্ষিণ আইচা থানায় মৌখিক অভিযোগ দেন অভিযুক্ত মামুন। পরে পুলিশ ছাত্রদল নেতা পরিচয়দানকারী দুইজনকে আটক করেন।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া মাছ ব্যবসায়ী মামুনের অভিযোগ পেয়ে ছাত্রদলের পরিচয়দানকারী দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।