ঢাবি ছাত্রদল নেতার ভাই নিখোঁজ

নিখোঁজ তানসেন
নিখোঁজ তানসেন  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তওহিদুল ইসলাম তাইমুন এর  ভাই তানসেন এর খোঁজ পাওয়া যাচ্ছে না। গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) তিনি নিখোঁজ হয়েছেন বলে একটি হারানো বিজ্ঞপ্তিতে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।

তিনি সেদিন ১০টার দিকে মাদারীপুরে তার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তিনি পরিবারের বড় সন্তান এবং পরিবারের বড় সন্তানকে হারিয়ে তার মা বাবা পাগল প্রায়।

নাম: তানসেন।
বয়স: ৩৭ বছর।
উচ্চতা: ৫ ফুট ৮ ইঞ্চি।
কথা বলতে পারে না বাক প্রতিবন্ধী (বোবা)।
ঠিকানা: গ্রাম: নয়াকান্দি কাশিমপুর, ইউনিয়ন: পাইকপাড়া, থানা: রাজৈর, জেলা: মাদারীপুর।

কোন হৃদয়বান ব্যক্তি তাকে কোথাও দেখতে পেলে ০১৬২৭১৯৮৫৪৩ এই নম্বরে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।


সর্বশেষ সংবাদ