নেত্রকোনায় ৭ দিনব্যাপী মণি সিংহ মেলা শুরু
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:১৮ PM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:১৮ PM
মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ও টংক আন্দোলনের মহান কমরেড মণি সিংহের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ। প্রতিবছরের মতো এবারো মণি সিংহ স্মরণে এমকেসিএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৭ দিনব্যাপী মেলা শুরু হয়েছে, যা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।
মণি সিংহের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় নেত্রকোনার দুর্গাপুরের পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে মণি সিংহের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মেলা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ বছর মেলার উদ্বোধন করেন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ।
প্রতিবছরের মতো এবারো মণি সিংহ স্মরণে এমকেসিএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৭ দিনব্যাপী মেলা আয়োজন করা হয়েছে, যা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। তবে, গত বছর জাতীয় নির্বাচনের কারণে মেলা আয়োজন বন্ধ থাকায় প্রায় দুই বছর পর হচ্ছে মেলা। ৭ দিনব্যাপী মেলায় প্রায় হাজারো দোকান বিভিন্ন আসবাবসহ তৈজসপত্রের পসরা সাজিয়ে বসেছেন।
উল্লেখ্য, ১৯২৮ সালে কলকাতার মেটিয়াবুরুজে কেশরাম কটন মিলে শ্রমিকদের ১৩ দিনব্যাপী ধর্মঘটে নেতৃত্ব দিয়ে দাবি আদায়ের মাধ্যমে মণি সিংহ রাজনৈতিক কর্মকাণ্ডে প্রথম সফলতা অর্জন করেন। ১৯৩০ সালে তিনি গ্রেফতার হন এবং ১৯৩৭ সালে নভেম্বর মাসে জেল থেকে মুক্তি পেয়ে তিনি সুসং-দুর্গাপুরে আসেন।
এখানে অবস্থানকালে এখানকার কৃষকদের সংগঠিত করে টংক প্রথার বিরুদ্ধে কৃষক আন্দোলন পরিচালনা করেন। ১৯৪৫ সালে নেত্রকোনায় অনুষ্ঠিত নিখিল ভারত কিষাণ সভার মহাসম্মেলনের তিনি অন্যতম সংগঠক ও অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন। সারা জীবন মেহনতি মানুষে পক্ষে রাজনীতি করে গেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা ছিলেন এই মহান ব্যক্তি।