চীনে ‘এইচএমপিভি’ ভাইরাসের প্রকোপ, লক্ষণ কী

ভাইরাস পরীক্ষা করছেন স্বাস্থ্য কর্মী
ভাইরাস পরীক্ষা করছেন স্বাস্থ্য কর্মী  © সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণের পাঁচ বছর পর এবার চীনে হিউম্যান মেটাপনিমোভাইরাস (এইচএমপিভি) নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশটির উত্তরাঞ্চলে এ ভাইরাসে আক্রান্ত রোগী বেশি পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ । স্বাস্থ্য বিশেষজ্ঞরা এশিয়ার কয়েকটি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানায়, দেশটির উত্তরাঞ্চলে এইএমপিভি আক্রান্ত রোগী বেশি। সেখানে সব বয়সীরাই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিস্থিতিকে জটিল বলা হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে জরুরি অবস্থা জারি করা হয়নি।   

এই ভাইরাসটি প্রায় দুই দশক ধরে পরিচিত হওয়া সত্ত্বেও এইচএমপিভির জন্য কোনো ভ্যাকসিন নেই। ভাইরাসটির বিস্তার রোধ করতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে হাত ধোয়ার এবং মাস্ক ও অন্যান্য সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন: রেললাইনে বসে পাবজি খেলার সময় ট্রেনে কাটা পড়ল ৩ কিশোর

এশিয়ার বিভিন্ন দেশের কর্তৃপক্ষ চীনে ছড়িয়ে পড়া এইচএমপিভি ভাইরাসের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। চীনের আশপাশের অঞ্চলগুলো কঠোর নজরদারি বাড়িয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, হংকংয়ে এ রোগে আক্রান্ত খুব কম রোগী পাওয়া গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এইচএমপিভি সংক্রমণ মৃত্যুর কারণ হতে পারে। ২০২১ সালে ল্যানসেট গ্লোবাল হেলথে প্রকাশিত একটি নিবন্ধের বলা হয়, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে তীব্র নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণ সম্পর্কিত মৃত্যুর এক শতাংশ এইচএমপিভির কারণে হতে পারে। বর্তমানে এইচএমপিভি বিরুদ্ধে কোনো টিকা বা কার্যকর ওষুধ নেই।
 
এইচএমপিভি কী এবং কেন এটি চীনে উদ্বেগ সৃষ্টি করছে?
সিডিসির তথ্যানুসারে, এইচএমপিভি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা ওপরের এবং নিচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। এটি সব বয়সের ব্যক্তিদের প্রভাবিত করে। তবে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য ভাইরাসটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে গুন্ডা ঢোকানো হচ্ছে পশ্চিমবঙ্গে: মমতা বন্দ্যোপাধ্যায়

এইচএমপিভির উপসর্গগুলো কী?
এইচএমপিভির উপসর্গগুলো ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট। গুরুতর ক্ষেত্রে, ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো জটিলতা সৃষ্টি করতে পারে। এইচএমপিভির ইনকিউবেশন পিরিয়ড বা উন্মেষপর্ব সাধারণত তিন থেকে ছয় দিনের মধ্যে হয়। তবে সংক্রমণের তীব্রতার ওপর নির্ভর করে লক্ষণগুলো বিভিন্ন সময়কালের জন্য স্থায়ী হয়। 
 
কীভাবে ছড়ায়?
এইচএমপিভি অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায়। যার মধ্যে রয়েছে-
>> কাশি এবং হাঁচি থেকে নিঃসরণ।
>> হাত মেলানো বা স্পর্শ করা।
>> সংক্রমিত স্থান স্পর্শ করা এবং তারপর মুখ, নাক বা চোখ হাত দিয়ে স্পর্শ করা।


সর্বশেষ সংবাদ