ইতালিতে ধূমপানের ওপর নিষেধাজ্ঞা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০২:৪৫ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ০২:৪৫ PM
ইতালিতে বুধবার (১ জানুয়ারি) থেকে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাজধানী মিলানে জনসমাগম স্থল এমনকি রাস্তাতেও ধূমপান নিষিদ্ধ হয়েছে। কেউ প্রকাশ্যে ধূমপান করলে গুণতে হবে জরিমানা।
যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের ৪০ থেকে ২৪০ ইউরো জরিমানা করা হতে পারে। খবর এএফপির।
ইতালিতে ধূমপানের ওপরই এটিই সবচেয়ে কড়া নিষেধাজ্ঞা। তবে এমন একটি কঠিন বিধান শহরের সমস্ত বাসিন্দারা ভালোভাবে মেনে নিতে পারছে না।
স্থানীয় প্লাম্বার মরগান ইশাক নিষেধাজ্ঞার কার্যকরের আগে এএফপি কে বলেছেন, ‘নতুন আইনটি আমার মতে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আমি বাড়ির ভিতরে, বয়স্ক ব্যক্তি বা শিশুর সামনে ধূমপান না করতে রাজি, তবে আমার জন্য বাইরে ধূমপান নিষিদ্ধ করা মানে একজন ব্যক্তির স্বাধীনতাকে সীমিত করা।’
তবে অনেকে আবার নতুন নিয়মে একমত পোষণ করেছেন। এই নিয়মে নিষেধাজ্ঞার আওতায় জনসমাগমপূর্ণ স্থান বলতে রাস্তা, পার্ক এবং অন্যান্য জনসমাগম এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন বিধান অনুসারে, ১ জানুয়ারি ২০২৫ থেকে কঠোর আইন কার্যকর হয়েছে। তবে, ‘বিচ্ছিন্ন জায়গাগুলোতে যেখানে ধূমপায়ীদের কাছ থেকে অন্য লোকদের কমপক্ষে ১০ মিটার দূরত্ব বজায় রাখা সম্ভব’ রাস্তাসহ সমস্ত পাবলিক স্পেসে প্রযোজ্য হবে।
অধূমপায়ী স্টেলিনা লম্বার্ডো (৫৬) বলেছেন, তিনি ধূমপানের কঠোর নিষেধাজ্ঞাকে সমর্থন করেন।