২৬৩ কোটি টাকা ব্যয়ে অনিয়ম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে দুদকের অভিযান

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে দুদকের অভিযান
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে দুদকের অভিযান  © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় একটি প্রকল্পে ২৬৩ কোটি ব্যয়ের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক জাফর সাদেক শিবলীর নেতৃত্বে একটি টিম ওই অভিযান পরিচালনা করছে। অভিযানকালে নথিপত্র সংগ্রহ ও অভিযোগ সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

অভিযান পরিচালনাকারী দুদক কর্মকর্তারা জানান, প্রকল্পে দক্ষ এনজিওকে কাজ না দিয়ে, নিজেদের মতো এনজিও বানিয়ে টাকা ভাগাভাগি করা হয়েছে বলে অভিযোগ আছে। সবকিছু খতিয়ে দেখা হবে। এর সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কারোর সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও জানায় দুদক।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় পরিচালিত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিখন কেন্দ্রের বিদ্যালয় বহির্ভূত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া) ৮-১৪ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য দ্বিতীয় বার সুযোগ দেওয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল।


সর্বশেষ সংবাদ