মাহফিলে এক ‘কমলা’ বিক্রি হলো ২ লাখ টাকায়!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ PM
সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে একটি কমলা বিক্রি হয়েছে দুই লাখ টাকায়। কমলা নিলামে বিক্রির ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের গোঘারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিলে নিলামে এ নিলাম অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্র জানায়, ভারত থেকে আগত অতিথি আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (রহ.)-এর জন্য এক প্রবাসী কমলাটি দান করেন। ওয়াজ মাহফিল চলাকালে আছজাদ আল মাদানি (রহ.) কমলাটি নিলামে তোলেন। নিলামের ডাক শুরু হয় ৫ হাজার টাকা থেকে এবং প্রায় আধা ঘণ্টা ধরে চলে।
অবশেষে নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ইয়ামিন ২ লাখ টাকায় কমলাটি কিনে নেন।
স্থানীয় বাসিন্দা মাহমুদ শিপলু জানান, নিলামের ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ২৫ মিনিটের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে জনমনে কৌতূহল ও আলোচনা চলছে।
বিষয়টি নিশ্চিত করে ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় শিক্ষক মোহাম্মদ জাবেদুর রহমান ফারহান বলেন, মাদ্রাসায় আয়োজিত ওয়াজ মাহফিলে নিলামে দুই লাখ টাকায় বিক্রি করা হয়েছে। এটি ক্রয় করেছেন প্রবাসী এক মাওলানা।