বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিটি গঠনের এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের: আসিফ নজরুল

অধ্যাপক আসিফ নজরুল
অধ্যাপক আসিফ নজরুল  © সংগৃহীত

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রবিবার (১৫ ডিসেম্বর) রাত ১২টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।  

স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে হাইকোর্টের আদেশ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করতে পারে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় ইতোমধ্যে ইতিবাচক মতামত দিয়েছে।

স্ট্যাটাসে তিনি জানান, সম্প্রতি দায়ের করা একটি রিট মামলার রায়ের পর হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়। আইন মন্ত্রণালয় এ বিষয়ে ৩ ডিসেম্বর তাদের মতামত প্রদান করে, যেখানে উল্লেখ ছিল যে হাইকোর্টের নির্দেশ অনুসারে কমিটি গঠন করতে কোনো বাধা নেই।

পরবর্তী সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক স্মারকে জানানো হয়, আপাতত এই কমিটি গঠন সম্ভব নয়। ওই স্মারকে আইন মন্ত্রণালয়ের মতামতের উল্লেখ করা হয়নি বলে জানান তিনি।

অধ্যাপক আসিফ নজরুল মনে করেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার দায়িত্ব রয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, তদন্ত কমিটি গঠনের এখতিয়ার এবং দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ভবিষ্যতে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, তবে আইন মন্ত্রণালয় পূর্ণ সহযোগিতা প্রদান করবে।

আরো পড়ুন: ছিনতাইকারীর হাতে ৩ দিনে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, নেপথ্যে কী?

বিডিআর হত্যাকাণ্ডের মতো একটি জাতীয় ট্র্যাজেডির তদন্ত নিয়ে তিনি ব্যক্তিগত অভিমতও প্রকাশ করেন। অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমি মনে করি, বিডিআর হত্যাকাণ্ডের একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি।’  

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হন। ঘটনার প্রকৃত কারণ এবং দোষীদের খুঁজে বের করার জন্য এ ধরনের স্বাধীন তদন্তের দাবি দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence