ট্রাম্পবিরোধী বিক্ষোভের ডাক যুক্তরাষ্ট্রে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৮:০৪ PM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ০৮:১৯ PM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্ববাদী আচরণ ও ধনকুবের সমর্থিত এজেন্ডার বিরুদ্ধে শনিবার আমেরিকাজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বামপন্থী সংগঠনগুলো। এ বিক্ষোভে ৫ লাখের বেশি মানুষ রাস্তায় নেমে আসবে বলে জানানো হয়েছে এবং এর মধ্যে ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সমাবেশ অনুষ্ঠিত হবে।
দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভের প্রধান আয়োজক সংগঠন ইনডিভিজিবল, এর প্রতিষ্ঠাতা এজরা লেভিন বলেছেন; ‘এটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় একদিনের বিক্ষোভ হতে যাচ্ছে।’
এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, সবচেয়ে বড় সমাবেশটি ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে অনুষ্ঠিত হবে। এখানে কংগ্রেসের সদস্যরা, যেমন মেরিল্যান্ডের ডেমোক্র্যাট জেমি রাসকিন, ফ্লোরিডার ম্যাক্সওয়েল ফ্রস্ট এবং মিনেসোটার ইলহান ওমর, জনতার সঙ্গে সরাসরি কথা বলবেন।
বিক্ষোভকারীদের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আধুনিক ইতিহাসের সবচেয়ে দুর্বল ক্ষমতা-দখল বন্ধ করতে আমরা দেশব্যাপী এই কর্মসূচি ঘোষণা করছি। ট্রাম্প, ইলন মাস্ক এবং তাদের ধনকুবের বন্ধুরা আমাদের সরকার, অর্থনীতি এবং মৌলিক অধিকারগুলোর ওপর আক্রমণ চালাচ্ছে।’
এতে আরও বলা হয়, ‘তারা আমাদের সামাজিক নিরাপত্তা, কর্মী ছাঁটাই, ভোক্তা সুরক্ষা আইন বাতিলসহ নানা পদক্ষেপের মাধ্যমে আমাদের দেশের সম্পদ দখল করতে চায়। তারা করের ডলার, পাবলিক সার্ভিস এবং গণতন্ত্রকে ধনীদের হাতে তুলে দিচ্ছে। যদি আমরা এখনই প্রতিরোধ না করি, তাহলে কিছুই রক্ষা করা সম্ভব হবে না।’
১ এপ্রিল ট্রাম্পের শুল্ক ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারে বড় দরপতন ঘটলে এই বিক্ষোভের সূত্রপাত হয়। এমন বিপর্যয়ের পরেও ট্রাম্প শুক্রবার বলেন, ‘আমার শুল্কনীতি কোনোভাবেই পরিবর্তিত হবে না।’