দলীয় নির্দেশনা অমান্য করলে শাস্তির আওতায় আসতে হবে: যুবদল সভাপতি

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না  © টিডিসি ফটো

দলীয় নির্দেশনা অমান্য করলে শাস্তির আওতায় আসতে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। আজ রবিবার (২০ অক্টোবর) বিকেলে যশোর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত যৌথ সভায় আব্দুল মোনায়েম মুন্না আরও বলেন, মানুষের ওপর কোনো অন্যায়-অত্যাচার করা যাবে না। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ যেমনটি মানুষের সাথে করেছে। সে সকল কর্মকাণ্ড মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছে।

জেলা যুবদলের সভাপতি এমএ তমাল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক গাজী সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নুরে আলম সিদ্দিকী সোহাগ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল্লাহ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরসহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ