শেখ হাসিনার অবস্থান সম্পর্কে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনা
শেখ হাসিনা  © সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। নানা ধরনের আলোচনায় কেউ বলছেন হাসিনা ভারত ছেড়ে আরব আমিরাতে গিয়েছেন। এ নিয়ে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। 

এসব বক্তব্যের বিষয়ে মঙ্গলবার (০৮ অক্টোবর) সাংবাদিকরা জানতে চান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফারমেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারাও যেমন দেখেছেন, আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন। কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করেও আমরা সফল হইনি।’

ভারতের রাজনৈতিক নেতারা বাংলাদেশ ইস্যুতে যে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করছে সে প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা যে প্রতিবাদ জানিয়েছি, আপাতত সেটি যথেষ্ট। দেখা যাক পরিস্থিতি কী দাঁড়ায়।’

তিনি বলেন, ‘তাদের ওখানে নির্বাচন আছে। এজন্য তারা উদ্ভট কথাবার্তা বলে যাচ্ছেন। আমরা চেষ্টা করবো, এ ধরনের কথাবার্তা যত কম বলা হয় বা না বলা হয় ভারতের পক্ষ থেকে।’


সর্বশেষ সংবাদ