শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে হবে: এনপিপি

চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ
চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ  © টিডিসি ফটো

অন্তর্বর্তী সরকারের কাছে ৮৩ দফা দাবি উপস্থাপন করেছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) বাংলাদেশ। আজ শনিবার (৩১ আগস্ট) বিকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময়কালে এসব দাবি উপস্থাপন করে দলটি। সভা শেষে সাংবাদিকদের এমনটা জানান জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) বাংলাদেশের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এসময় তিনি বলেন, শেখ হাসিনা অনেকগুলো হত্যা মামলা হয়েছে। বর্তমানে তিনি একজন আসামি। তাকে দেশের ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে হবে। এছাড়াও আমরা কিছু দাবি জানিয়েছি তা হলো সুষ্ঠু গণতন্ত্র ও নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ‍পুনর্বহাল করতে হবে, দুইবারের বেশি প্রধানমন্ত্রী রাখা যাবে না, দেশে প্রচুর অবৈধ অস্ত্র আছে এগুলো দ্রুত মজুদ করতে হবে, শেখ হাসিনা যত অসম চুক্তি করেছে যা বাংলাদেশের জন্য ক্ষতিকর এগুলো দ্রুত বাতিল করতে হবে। 


সর্বশেষ সংবাদ