সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন আটক

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন  © সংগৃহীত

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আটক করেছে র‍্যাব। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাঁকে আটক করে র‍্যাব–২। 

র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৫ আগস্ট ছাত্র–জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

ফরহাদ হোসেন ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর–১ আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০১৫ সালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে গঠিত মন্ত্রিসভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী হন ফরহাদ হোসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হয়ে জনপ্রশাসন মন্ত্রী হন। 

ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম শিলা জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ভাতিজি।


সর্বশেষ সংবাদ