ফেনীতে বন্যার পানির সাথে ভেসে এলো কাফনে মোড়ানো অর্ধগলিত লাশ

বন্যা
বন্যা  © সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী নদী থেকে কাফনের কাপড় পরানো অজ্ঞাতপরিচয় অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। বুধবার (২৮ আগস্ট) বিকেলের দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী এলাকায় মুহুরী নদীর পাশে ঝোপের মধ্যে আটকে থাকা কলাগাছের ভেলা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, মৃত্যুর পর বন্যার কারণে দাফনের জায়গা না পেয়ে স্বজনেরা হয়তো লাশ ভাসিয়ে দিয়েছেন। তারা জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর। মুখে সাদা দাড়ি ও কাফনের কাপড়ের ভেতরে একটি বাদামি রঙের চাদর ছিল। এ নিয়ে উপজেলায় বড় ফেনী ও মুহুরী নদী থেকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হলো।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, মুহুরী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে দাফন করার কথা তিনি শুনেছেন। এ ছাড়া উপজেলায় বন্যার পানিতে ডুবে, বন্যার কারণে বিদ্যুতায়িত হয়ে আশ্রয়কেন্দ্র থেকে পড়ে দুই শিশুসহ আরও চারজনের মৃত্যু হয়েছে।   


সর্বশেষ সংবাদ