মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছেন ৯৫ বিজিপি সদস্য

মিয়ানমার থেকে পালিয়ে আসা বিজিপি সদস্য
মিয়ানমার থেকে পালিয়ে আসা বিজিপি সদস্য  © সংগৃহীত

মিয়ানমারের সেনবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাতের কারণে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য পালিয়ে বাংলাদেশে এসেছেন। তারা অস্ত্রসহ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেন। তাঁদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। এতে বলা হয়েছে, এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান।

বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর তীব্র লড়াই চলছে। গতকাল বিজিপির ৬৮ সদস্য পালিয়ে এসে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। তাঁদের অস্ত্র নিয়ে বিজিবি হেফাজতে রাখা হয়েছে। ওপার থেকে ছোড়া গুলিতে নাইক্ষ্যংছড়ির তিনজন আহত হয়েছেন।

আরো পড়ুন: মিয়ানমারের ৬৮ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে, ৭ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

মিয়ানমারে দু’পক্ষের ছোঁড়া মর্টার শেল ও গুলি এসে পড়ছে বাংলাদেশে। এতে সীমান্তের গ্রামের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। অনেকে এলাকা ছেড়েছেন। মর্টার শেল পড়ে একজনের ঘরে আগুন ধরে যায়। এ অবস্থায় সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সড়কে যানবাহন চলছে কম।


সর্বশেষ সংবাদ