বাঁচানো গেল না বিএম কলেজের ছাত্রী জবাকে

বিএম কলেজের মেধাবী শিক্ষার্থী জবা রাণী
বিএম কলেজের মেধাবী শিক্ষার্থী জবা রাণী  © সংগৃহীত

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মেধাবী শিক্ষার্থী জবা রাণী মারা গেছেন। বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে বরিশালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জবা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের (২০২০-২১) ছাত্রী ছিলেন। কয়েক মাস আগে ক্যান্সার ধরা পড়ে তার।

জবার এ অকাল মৃত্যুতে কলেজের সমাজবিজ্ঞান বিভাগসহ শিক্ষক-শিক্ষিকারা শোক প্রকাশ করেছেন। সবাই তার আত্মার শান্তি কামনা করেন। সহপাঠী সাদিয়া আক্তার বলেন, ‘ভাবতেও কষ্ট হচ্ছে যে, জবা আর আমাদের মাঝে নেই। ওর মৃত্যুর খবর শোনার পর আমি সারারাত ঘুমাতে পারিনি। ওর চেহারাটা চোখের সামনে ভাসছে। ওর কথাগুলো কানের কাছে ভাসছে।’

তিনি আরো বলেন, ‘মানুষ মরণশীল। কিন্তু আমাদের সহপাঠী আর নেই। বিষয়টি খুবই মর্মাত্মিক। জবা অনেক কষ্ট পেয়েছে অসুস্থ থাকাকালীন। বিধাতা নিয়ে গেছেন, ওর কষ্ট কমেছে। আমরা তার অকাল মৃত্যুতে খুবই শোকাহত।’

দর্শন বিভাগের মুস্তাকিম বিল্লাহ বলেন, ‘জবা চেয়েছিল আর কয়েকটা দিন বাঁচবে। আর কয়েকটা সকাল দেখবে। আবার এ ক্যাম্পাসে ফিরতে চেয়েছিল। হাসপাতালের বেডে শুয়ে হয়তো ভেবেছিল, আবার সবকিছু ঠিক হয়ে যাবে। তবে মরণব্যাধি ক্যান্সার তাকে আর ফিরতে দিল না। জবার পরিবারকে এ শোক সামলে উঠবার ক্ষমতা দিক।’

আরো পড়ুন: বেপরোয়া প্রাইভেটকার কেড়ে নিল নারী-শিশুসহ তিন প্রাণ

উল্লেখ্য, জবা রাণী কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের আমুয়া গ্রামের মুহুরি বাবুল চন্দ্রের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার দুই সন্তানের মধ্যে জবা বড়। কয়েক মাস আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে তাকে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তার ক্যান্সার ধরা পড়ে। ঢাকায় চিকিৎসা ও থাকা-খাওয়ার খরচ বেশি হওয়ায় বাবা বাবুল চন্দ্র তাকে বরিশাল মমতাজ ক্লিনিকে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জবার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ছাত্র ইউনিয়নের ব্রজমোহন কলেজ সংসদ। শাখার সভাপতি সানজিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সুজয় সরকার এক বিবৃতিতে বলেন, জবা রাণী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বাবা-মার থাকা অবস্থায় সন্তান হারানোর বেদনা পাহাড়সম। তারা জবার মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবার ও বন্ধু-স্বজনদের প্রতি সমবেদনা জানান।


সর্বশেষ সংবাদ