ক্যান্সারে আক্রান্ত বিএম কলেজ শিক্ষার্থী জবা রাণী বাঁচতে চায়
- বিএম কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০১:০৫ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩, ০১:৪২ PM
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষ (২০২০-২১ )সেশনের সমাজবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী জবা রাণী মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত। এই সময় তার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা। কিন্তু সে এখন হাসপাতালের বেডে শুয়ে বেঁচে থাকার আকুতি জানাচ্ছেন।
জবা রাণী কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের আমুয়া গ্রামের দলিল লেখক ( মুহুরি ) বাবুল চন্দ্রের কন্যা।
পারিবারিক সূত্রে জানা গেছে, মুহুরি বাবুল চন্দ্রের দুই সন্তানের মধ্যে জবা রাণী বড়। গত কয়েক মাস আগে জবা রাণী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে "জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে" প্রেরণ করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর পর জবা রাণীর নাড়িতে ক্যান্সার ধরা পড়ে।
ঢাকায় চিকিৎসা, থাকা-খাওয়ার খরচ বেশি হয়ে যাওয়াতে তার বাবা বাবুল চন্দ্র থাকে বরিশাল মমতাজ ক্লিনিকে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা বলেছেন, জবা রাণীকে বাঁচাতে কমপক্ষে ৯ থেকে ১০ লক্ষ টাকার প্রয়োজন। তাকে দীর্ঘ মেয়াদি চিকিৎসা করাতে হবে। বর্তমানে তাকে কেমোথেরাপি দেয়া হচ্ছে। প্রতিটা কেমোথেরাপির জন্য প্রায় অর্ধলক্ষ টাকা খরচ হচ্ছে। জবা রাণীর বাবা বাবুল চন্দ্র আর্থিকভাবে অসচ্ছল। মেয়ের চিকিৎসা করাতে করাতে বর্তমানে তার আর্থিক অবস্থা সংকটাপন্ন। তার পক্ষে মেয়ের চিকিৎসা ব্যয় বহন করা একেবারে দুঃসাধ্য হয়ে পড়েছে। এ জন্য জবা রাণীকে বাঁচাতে তার বাবা সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের কাছে সহযোগিতা কামনা করেছেন।
সহযোগিতা যেভাবে পাঠাবেন: বাবুল চন্দ্র (মোবাইল এবং বিকাশ নং-০১৭১২৬৭০২৫২)।