বিজয় দিবসে ‘নৌকার গান’ বাজিয়ে জরিমানা গুনল স্কুলটি

নৌকার গান বাজিয়ে ডিসপ্লেতে অংশ নেয় নাঙ্গলকোট শিশু কল্যাণ জুনিয়র স্কুলের শিক্ষার্থীরা
নৌকার গান বাজিয়ে ডিসপ্লেতে অংশ নেয় নাঙ্গলকোট শিশু কল্যাণ জুনিয়র স্কুলের শিক্ষার্থীরা  © সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের নৌকা মার্কার নির্বাচনী গান বাজিয়ে নৃত্য করা হয়। এ ঘটনায় নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে নাঙ্গলকোট শিশু কল্যাণ জুনিয়র স্কুলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মহান বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে নাঙ্গলকোট উপজেলা হেলিপ্যাড মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয় দিবসের ডিসপ্লে চলাকালে নাঙ্গলকোট শিশু কল্যাণ জুনিয়র স্কুল শিক্ষার্থীরা ডিসপ্লে দেখানোর সময় বাদ্যযন্ত্র নিয়ে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা....’ গানের তালে তালে ডিসপ্লেতে অংশ নিয়েছিল। ওই নির্বাচনী গান বাজানোর কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশ্রাফুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দুই হাজার টাকা জরিমানা করেন। শিশু কল্যাণ জুনিয়র স্কুলের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম অর্থদণ্ডের টাকা পরিশোধ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশ্রাফুল হক বলেন, উপজেলা পরিষদ চত্বর এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শনকালে শিশু কল্যাণ জুনিয়র স্কুল নির্বাচনী গান বাজানোর সঙ্গে সঙ্গে তাদের থামিয়ে দেওয়া হয়। এ সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। 


সর্বশেষ সংবাদ