দেশে মোট ভোটার প্রায় ১২ কোটি: নির্বাচন কমিশন

নির্বাচন ভবন
নির্বাচন ভবন  © ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই তালিকা প্রকাশ করেন পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর। 

তিনি সাংবাদিকদের জানান, দ্বাদশ জাতীয় সংসদের জন্য চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং ৮৫২ জন হিজড়া ভোটার রয়েছেন।

তিনি আরও জানান, কমিশন নতুন করে কাউকে ভোটার করার অনুমতি দিলে এই সংখ্যা সামান্য বাড়তে পারে।

গত ১৪ সেপ্টেম্বরের মধ্যে যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাঁরাই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। চূড়ান্ত ভোটার তালিকায় ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ করা হয়।

নির্বাচন কমিশন বলছে, চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাতে ৫ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি। এরপর তফসিল ঘোষণা করা হবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে।


সর্বশেষ সংবাদ