সমিত খেললে বাংলাদেশ ফুটবলের অনেক ভালো হবে: জামাল

সমিত সোম-জামাল ভূঁইয়া
সমিত সোম-জামাল ভূঁইয়া   © সম্পাদিত

দেশের ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনায় কানাডাপ্রবাসী ফুটবলার সমিত সোম। গুঞ্জন রয়েছে, কদিন আগে বাংলাদেশের জার্সিতে খেলার ইচ্ছা পোষণ করেছেন প্রবাসী এই ফুটবলার। আর লাল-সবুজের অধিনায়ক জামাল ভূঁইয়ার মতে, এমনটা হলে বাংলাদেশ ফুটবলই উপকৃত হবে।

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর এক মাঠে সাংবাদিকদের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেছেন জামাল। সেখানেই জামালের সঙ্গে সমিতকে নিয়ে অনেক আলাপ-আলোচনাই হয়েছে। 

জামালের ভাষ্য, ‘এটা একটা ইতিবাচক দিক। কানাডার লিগ তো ভালো। যেহেতু সে (সমিত) উচ্চপর্যায়ে খেলছে, এটা দেশের জন্য অনেক ভালো হবে।’

এদিকে কদিন আগেই বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে। বর্তমানে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে খেলছেন ডিফেন্সিভ এই মিডফিল্ডার। আর অভিষেকে হামজার আলো ছড়ানোর পর থেকেই নতুন করে আলোচনায় অন্যান্য প্রবাসী ফুটবলাররা। এ প্রসঙ্গে তারিক কাজীর উদাহরণ টেনেছেন জামাল। আর স্বয়ং জামাল তো ডেনমার্কপ্রবাসী ফুটবলার।

এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তারিক কাজী তো ডিফেন্ডার। স্ট্রাইকার বাইরে কে কে আছে, আমি জানি না। তবে হঠাৎ একটা স্ট্রাইকার চলে আসবে। এটা নিশ্চিত। তবে এখন পর্যন্ত বিদেশি স্ট্রাইকার দেখিনি।’

অন্যদিকে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের পরের ম্যাচে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ঢাকাতেই হবে ম্যাচটি। আর বছরের শেষদিকে আরও তিনটি ম্যাচ খেলবে লাল-সবুজেরা। এর মধ্যে হংকংয়ের বিপক্ষে দুটি এবং ঘরের মাঠে ভারতের বিপক্ষে একটি ম্যাচও রয়েছে। এসব ম্যাচকে গুরুত্বের সঙ্গে দেখছেন জামাল।

তিনি বলেন, ‘নতুন বছরে সামনে খেলা আছে। সিঙ্গাপুরের পর হংকংয়ের বিপক্ষে। দুটাই গুরুত্বপূর্ণ ম্যাচ। সেখানে যদি আমরা ৬ পয়েন্ট নিতে পারি, তাহলে আমরা ভালো একটা অবস্থানে যাব। আর বছরের শেষে সবচেয়ে বড় ও মজার ম্যাচ, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হলো ভারতের বিপক্ষে ম্যাচ।’


সর্বশেষ সংবাদ