নির্বাচনের অনুকূল পরিবেশ নেই : প্রধান নির্বাচন কমিশনার

নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকেরা অংশ নিয়েছেন
নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকেরা অংশ নিয়েছেন  © সংগৃহীত

নির্বাচনের জন্য প্রত্যাশিত কাঙ্ক্ষিত পরিবেশ এখনো হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে দেশের গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য প্রদানের সময় এ কথা বলেন সিইসি।

তিনি বলেন, নির্বাচন কমিশন চায় রাজনৈতিক পরিবেশ অনুকূল হয়ে উঠুক। কোনো সঙ্কট সৃষ্টি হলে তা নিরসনে আমরা অত্যন্ত আন্তরিক। আমাদের প্রত্যাশা হিসেবে নির্বাচন আয়োজন করতে চাই। প্রত্যাশা প্রথম থেকেই ছিল, কিন্তু এখনো নির্বাচনের অনুকূল পরিবেশটুকু হয়ে ওঠেনি।

আরও পড়ুন: বিএনপির মহাসমাবেশে অন্য দলের কর্মী থাকবে কি না জানতে চায় পুলিশ 

সঙ্কট সমাধানে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য আমরা সংলাপ করে যাচ্ছি। যারা নির্বাচনে আসতে চান না তাদের আমার পক্ষ থেকে আধা সরকারিপত্রও দিয়েছি। কিন্তু কোনো সাড়া পাইনি।

সিইসির সাথে অন্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকগণ অংশ নেন। 


সর্বশেষ সংবাদ