নরসিংদীতে ট্রেনে কাটা পরে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

ট্রেনে কাটা পরে মাদরাসা শিক্ষকের মৃত্যু
ট্রেনে কাটা পরে মাদরাসা শিক্ষকের মৃত্যু  © সংগৃহীতস

নরসিংদীতে তিতাস ট্রেনে কাটা পরে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বাসাইল রেলগেইট এলাকায় ব্রাহ্মণবাড়ীয়াগামী তিতাস কমিউটার ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয়।

নিহত শিক্ষকের নাম মুজিবুর রহমান মিয়াজি (৭০)। তিনি জেলার বাসাইল উত্তর পাড়ার বাসিন্দা এবং বাসাইল মাদরাসায়ে গাউছিয়া পেশোয়ারীয়ার সহকারী শিক্ষক। 

পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুজিবুর রহমান মিয়াজি বৃহস্পতিবার সকালে বাজার করার উদ্দেশ‍্যে বাসা থেকে বের হন। ভেলানগর বাজার থেকে বাড়ি ফিরার পথে বাসাইলে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়ীয়াগামী তিতাস কমিউটার ট্রেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃত‍্যূ হয়। খবর পেয়ে পরিবারের লোকজন এসে মরদেহ বাসায় নিয়ে গেছে।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কার্তিক বলেন, বাসাইল রেলগেইটের পূর্ব পাশে ট্রেনের ধাক্কায় একজনের মৃত‍্যূর খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে পৌছার আগেই  নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গেছে।  এ ব‍্যাপারে আইনী পদক্ষেপ নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ