সচিবালয়ে আগুন লাগা ভবনে অফিস চালু

সচিবালয়
সচিবালয়  © সংগৃহীত

সচিবালয়ের আগুন লাগা ভবনটি খুলে দেওয়া হয়েছে। ওই ভবনটির ৫ম তলা পর্যন্ত অফিস চালু হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত এখনো বন্ধ রয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সকালে ভবনটি খুলে দেওয়া হয়।

আগুন লাগার ঘটনার পর থেকে সচিবালয়ে প্রবেশে ছিল বেশ কড়াকড়ি। উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারও গাড়ি সচিবালয় প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। তবে আজ রবিবার (৫ জানুয়ারি) থেকে অন্য কর্মকর্তা-কর্মচারীদের গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

আজ সরেজমিনে গয়ে দেখা যায় যে, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটিতে সবাই প্রবেশ করতে পারছেন। তবে পাঁচতলার ওপরে ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত এখনো গণপূর্ত বিভাগের কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এ আগে গত ২৫ ডিসেম্বর সরকারি ছুটির দিনগত রাতে ইতিহাসের সবচেয়ে বড় আগুন লাগে সচিবালয়ের ৭ নম্বর ভবনে। ভবনের চারটি তলা পুড়ে যায়। এ চার তলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অফিস ছিল।


সর্বশেষ সংবাদ