বাংলাসহ ২০ ভাষায় সম্প্রচার হবে হজের খুতবা, যেভাবে শুনবেন

লোগো
লোগো  © ফাইল ছবি

চলতি বছর আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা অনুবাদ করে বাংলাসহ আরও ২০ ভাষায় সম্প্রচার করা হবে। মঙ্গলবার (২৭ জুন) আরাফাতের ময়দান থেকে আরবিতে এ খুতবা প্রদান করা হবে। মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন এই তথ্য জানিয়েছে। 

যে ২০ ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে সেগুলো হলো: ইংরেজি, ফ্রেঞ্চ, মালয়, উর্দু, ফারসি, চীনা, তুর্কি, রাশিয়ান, হাউসা, বাংলা, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো ও জার্মান।

এবার হজের খুতবা দেবেন দেশটির সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ।

আরও পড়ুন: আজ পবিত্র হজ, অংশ নিচ্ছেন ৩০ লাখ মুসল্লি

হজের খুতবা শুনতে যেকোনো ডিভাইস থেকে মানারাতুল হারামাইন ওয়েবসাইটে প্রবেশ করে একটি ভাষা নির্বাচন করতে হবে।

মানারাতুল হারামাইন অ্যাপ, আল কোরআন চ্যানেল ও আস সুন্নাহ চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব, ফেসবুক ও টুইটারে খুতবাটি শোনা যাবে। এছাড়া ওয়েবসাইট থেকে বিগত বছরের খুতবা শোনার ব্যবস্থা রয়েছে। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে অনুবাদের পুরো কার্যক্রম পরিচালিত হয়।


সর্বশেষ সংবাদ