পার্কে অহেতুক ঘোরাঘুরি: ১১ শিক্ষার্থীকে পুলিশে দিলেন ডিসি

পার্কে অহেতুক ঘোরাঘুরি: ১১ শিক্ষার্থীকে পুলিশে দিলেন ডিসি
পার্কে অহেতুক ঘোরাঘুরি: ১১ শিক্ষার্থীকে পুলিশে দিলেন ডিসি  © সংগৃহীত

ঝালকাঠিতে অহেতুক পার্কে ঘোরাঘুরি করায় ১১ শিক্ষার্থীকে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। রবিবার (১৪ মে) সকালে ঝালকাঠি সদর উপজেলার খেয়াঘাট সংলগ্ন এলাকায় অবস্থিত মিনি পার্কে আড্ডা দেওয়ার সময় জেলা প্রশাসক (ডিসি) ফারাহ গুল নিঝুম তাদের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ঘূর্ণিঝড় মোখার প্রভাব দেখতে সুগন্ধা নদীর তীর সংলগ্ন খেয়াঘাটে আসেন জেলা প্রশাসক। তারই পাশে মিনি পার্কে শিক্ষার্থীদের ঘুরতে দেখলে তাদের অসময়ে এখানে আসার কারণ জিজ্ঞাসা করলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি; ফলে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়।

স্থানীয়রা জানিয়েছে, এখানকার পার্কে প্রায় সময়েই স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডায় মত্ত থাকেন। মাঝে মাঝে এ ধরনের অভিযান পরিচালনা করে অভিভাবকদের চোখ খুলে দেওয়া উচিত। হাতেনাতে ধরিয়ে দিলে তারা বুঝতে পারবে তাদের সন্তানরা স্কুল-কলেজের কথা বলে আসলে কোথায় যায়। 

জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জানান, শিক্ষার্থীরা দুর্যোগ পরিস্থিতিতে পার্কে আড্ডা দিচ্ছিল, তাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়া শিক্ষার্থীরা এই সময়ে এখানে উপস্থিত থাকতে পারে না। অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের ছেড়ে দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ