বৃষ্টির আশায় মুসল্লিদের নিয়ে শায়খ আহমাদুল্লাহর ইসতিসকার নামাজ আদায়

মুসল্লিদের নিয়ে শায়খ আহমাদুল্লাহর ইসতিসকার নামাজ আদায়
মুসল্লিদের নিয়ে শায়খ আহমাদুল্লাহর ইসতিসকার নামাজ আদায়  © সংগৃহীত

প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে জনজীবন। বাতাস লাগলেই মনে হয় যেন আগুনের ছিটা আঘাত হানছে। কোথাও কোথাও ৪২ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। আর কয়েকদিন এমন অবস্থা থাকলে দেশে তাপমাত্রাজনিত জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হতে পারে বলে মনে করছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। এমন অবস্থায় বৃষ্টি কামনায় মুসল্লিদের নিয়ে ইসতিসকার নামাজ আদায় করলেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর আফতাবনগরের এল ব্লক খেলার মাঠে ইসতিসকার সালাত অনুষ্ঠিত হয়।

নামাজ চলাকালীন একটি ভিডিওতে দেখা যায়, ইমামতি করেন শায়খ আহমাদুল্লাহ। সেখানে কয়েকশ মুসল্লি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। পরে আরবিতে খুতবা দেন তিনি। যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন।

গতকাল রোববার (১৬ এপ্রিল) বৃষ্টির আশায় রাজধানীতে খোলা আকাশের নিচে বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকার) আদায়ের ঘোষণা দিয়েছিলেন ইসলামি আলোচক আহমাদুল্লাহ।

আরও পড়ুন: গরমে পুড়ছে দেশ, ৩ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা

সন্ধ্যা ৭টা এক মিনিটে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি লিখেছিলেন- আগামীকাল সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় আফতাবনগর এল ব্লক খেলার মাঠে ইস্তিসকার সালাত অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ। (কমেন্টে গুগল লোকেশন) যাদের সুযোগ আছে, অংশগ্রহণ করি। 

গরমের তীব্রতা চরমে পৌঁছেছে। জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে রাসূলুল্লাহ (সা.) লোকদের নিয়ে ইস্তিসকার (বৃষ্টি প্রার্থনা) সালাত আদায় করতেন। বর্তমান অনাবৃষ্টির সময়ে প্রিয়নবী (সা.)-এর অপ্রচলিত সুন্নাহটি পুনরুজ্জীবিত করা সময়ের দাবি। সবাইকে নিজ নিজ এলাকায় ইস্তিসকার সালাত আদায়ের আহ্বান জানাচ্ছি। 


সর্বশেষ সংবাদ