ইফতাররত অবস্থায় খেলাফত মজলিসের আমিরের মৃত্যু

  © সংগৃহীত

খেলাফত মজলিসের আমির  শায়খুল হাদিস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী আর নেই। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জে একটি দলীয় ইফতার মাহফিলে স্ট্রোক করে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আমির মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ইফতার মাহফিলে বক্তব্য রেখেছেন। পরে ইফতাররত অবস্থায় হঠাৎ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার জানাজা ও দাফনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

আরও পড়ুন: সন্ধ্যায় স্ট্যাটাসে ‘বিদায়’, সকালে না ফেরার দেশে ঢাবি ছাত্রলীগ নেতা

এর আগে, গত জানুয়ারি মাসে মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী খেলাফত মজলিসের আমির পদে নির্বাচিত হন। তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাপরিচালকের দায়িত্বসহ বিভিন্ন মাদরাসায় শায়খুল হাদিস ও মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেন। 

উল্লেখ্য, মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ১৯৫০ সালে ১ ডিসেম্বর মৌলভীবাজার শহরে জন্মগ্রহণ করেছেন। তার বাবা মাওলানা আবদুন নূর শায়খে ইন্ধেশ্বরী ছিলেন প্রখ্যাত আলেম। কর্মজীবনে তিনি বিভিন্ন মাদরাসায় শিক্ষকতা করেছেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতিতে জড়িত। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনে প্রতিদ্বন্দ্বিতাও করেন।


সর্বশেষ সংবাদ