বিশ্ববিদ্যালয়ে থাকতেই বিসিএসের পড়াশোনা নিয়ে ব্যস্ত শিক্ষার্থীরা: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক
কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক  © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে থাকতেই বিসিএসের পড়াশোনা নিয়ে ব্যস্ত শিক্ষার্থীরা। কয়েকটি নোট পড়ে কোনভাবে ডিগ্রি নিয়ে আসছে। সবাই সেটা না করলেও তবে অধিকাংশ এমন করছে বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।

তিনি আরও বলেন, সবাই সরকারি চাকরি নিতে ব্যস্ত। সরকারি চাকরি মানেই মাস গেলে বেতন। কোনো দায়িত্ব আর কাজ নেই। এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

আরও পড়ুন: দেশের অর্থনীতি নিয়ে ‘গুজবে কান না দিতে’ আহবান প্রধানমন্ত্রীর

আজ সোমবার (৫ ডিসেম্বর) বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনার, ‘সয়েল কেয়ার অ্যাওয়ার্ড ও বিশ্ব মৃত্তিকা দিবস’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর কেআইবি মিলনায়তনে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার। এ ছাড়া কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি গবেষণা কাউন্সিলের অন্তর্ভুক্ত সব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা এ সময় উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, যারা কৃষিবিদ হচ্ছেন তাদেরও দুর্বলতা রয়েছে। মাঠের সঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কোনো সম্পর্ক নেই। হাতে-কলমে শিক্ষা নিতে হবে। এত বড় বড় কৃষি বিশ্ববিদ্যালয়, কিন্তু একটিরও পোল্ট্রি খামার-ডেইরি ফার্ম নেই। কয়েক বছর আগে নতুন প্রযুক্তি ভার্মিকম্পোস্ট এসেছে। আমি অনেক বিজ্ঞানীকে জিজ্ঞেস করেছি এতে নাইট্রোজেনের মাত্রা কত? তারা জানেন না। সেটা দুঃখজনক।

আরও পড়ুন: বগুড়ায় ছাত্রলীগের ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ

কৃষি জমিতে আশানুরূপ ফলন না পাওয়া নিয়ে মন্ত্রী বলেন, দেশের কৃষি বিজ্ঞানীরা মাটির সঠিক ব্যবস্থাপনায় অত্যন্ত দুর্বল ভূমিকা পালন করছেন। অধিক ফসলের জন্য সার ব্যবহার করছেন, সেটার জন্য মাটির স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। বাংলাদেশের মাটির স্বাস্থ্য ক্রমেই দুর্বল হচ্ছে। 

তিনি আরও বলেন, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, মাটির স্বাস্থ্য ঠিক না থাকলে সেগুলো ভালো ফল দেবে না। কৃষি বিজ্ঞানীদের আরো গবেষণা করা প্রয়োজন। নতুন নতুন প্রযুক্তির জন্য মাটির কী ধরনের ক্ষতি হচ্ছে সেই ধারণা নিন।


সর্বশেষ সংবাদ