ঈদের আনন্দ ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে: শিবির সভাপতি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম  © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, এবারের ঈদ ছিল ভিন্নরকম। এই আনন্দ হঠাৎ আসেনি, এর পেছনে রয়েছে রক্ত, ঘাম, শ্রম এবং অনেকের আত্মত্যাগের ইতিহাস। আজ যে পরিবেশে ঈদ উদযাপন করা সম্ভব হয়েছে, তা বহু ত্যাগের ফসল।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) ফেনী শহর শিবিরের উদ্যোগে আয়োজিত ঈদ প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

শহরের একটি কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে অনেকেই ঈদ উদযাপন করতে পারেননি। এমনকি অনেকে বাবা হারিয়েছেন, কিন্তু জানাজায় উপস্থিত হওয়ার সুযোগ পাননি। ঈদের এই আনন্দ আসলে ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে। সেদিন দেশের মানুষ রাজপথ থেকে শুরু করে ঘরে ঘরে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল। গণভবন মুক্ত হওয়ার পর অনেকেই সিজদায় লুটিয়ে পড়েন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

তিনি বলেন, গত রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘প্রোডাক্টিভ রমাদান’ আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে ছাত্রলীগের হামলায় অনেককে রক্তাক্ত হতে হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা দিয়েছিল, কোনো ইফতার আয়োজন করা যাবে না। অথচ রমজানের রোজা ফরজ, এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। রমজান আমাদের ঐতিহ্য, যা কেউ দমন করতে পারবে না। এবারের ঈদে মোগল আমলের সংস্কৃতি ফিরে এসেছে, যা দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেও ভাষা খুঁজে পাওয়া যায় না।

ঈদ প্রীতি সমাবেশে তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। এই শিক্ষা এসেছে ইসলাম থেকে। এজন্য ইসলামের বিধান, কুরআন, সুন্নাহ এবং রাসুলুল্লাহ (সা.)-এর জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে এগোতে হবে। অন্যায়ের কাছে মাথানত করা যাবে না। ইসলামী ছাত্রশিবিরকে মানুষের জন্য, দেশের জন্য এবং সারা বিশ্বের জন্য রহমত হিসেবে কাজ করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, মাদ্রাসা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আবিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, অ্যাডভোকেট এ এস এম কামাল উদ্দিন, ফেনী জেলা আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারি আবদুর রহিম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম তানভীর উদ্দিন।

ফেনী শহর শিবিরের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে এবং সেক্রেটারি শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি নুরুল আবছার, ইঞ্জিনিয়ার ফজলুল রহমান, সাবেক শহর সভাপতি গোলাম আজাদ ভূঁইয়া, জামায়াতে ইসলামীর ফেনী শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক শহর উত্তর সভাপতি মহি উদ্দিন, সাবেক সভাপতি সালাউদ্দিন কিরণ, সেক্রেটারি ইমাম হোসেন আরমান, জেলা সভাপতি শরিফুল ইসলাম এবং সেক্রেটারি আবু হানিফ হেলাল।

অনুষ্ঠান শেষে বিকেলে ফেনীর ফুলগাজীতে শহীদ আলাউদ্দিনের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন শিবির সভাপতি।


সর্বশেষ সংবাদ