পথশিশু
- রওনক নূর
- প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০১:০৪ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ০১:০৪ PM
রাস্তায় উড়া ধুলোর মত হচ্ছে পদদলিত
পথশিশু তাই, জন্ম পথে, ওরা অবহেলিত।
অধিকার হারা, নিঃস্ব শিশু, ওরা যে বঞ্চিত
নেই কারো মনে তাদের জন্য ভালোবাসা কিছু সঞ্চিত।
বেশি কিছু নয় চায় শুধু ওরা মৌলিক অধিকার
আসবে কি কেউ দিতে ওদের খুলে আলোর দ্বার।
হোক ওরা পথশিশু, ওরাও এদেশের নাগরিক
দু'মুঠো ভাত মৌলিক চাহিদা, নয়তো তার অধিক।
শিক্ষা ওদের দেখাবে আলোর পথ
ভালোবেসে গড়তে ওদের দক্ষ জনপদ।
স্নেহহীন শিশু, নির্লোভ চোখ, কাঙাল ভালোবাসার
অধিকার পাবে সকল শিশু, এটাই কেবল আশার।
সমাজের মূল স্রোতে আনতে যদি হই প্রতিজ্ঞাবদ্ধ,
অভুক্ত আর থাকবেনা ওরা, হতভাগ্য বঞ্চিত।