‘বিশ্বমানের গণমাধ্যম শিক্ষা কেন্দ্র গড়তে কাজ করছি’

ড. শেখ শফিউল ইসলাম
ড. শেখ শফিউল ইসলাম  © টিডিটি ফটো

ড. শেখ শফিউল ইসলাম। দায়িত্ব পালন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের (এমএসজে) চেয়ারম্যান হিসেবে। সম্প্রতি গুণী এই গণমাধ্যম শিক্ষক ও গবেষকের মুখোমুখি হয়েছে দ্যা ডেইলি ক্যাম্পাস। কথা হয়েছে ইউআইইউর এমএসজে বিভাগের পথচলা-সফলতাসহ নানা বিষয় নিয়ে। গল্প-আলাপে সাক্ষাৎকারটির চৌম্বক অংশ তুলে ধরেছেন খাঁন মুহাম্মদ মামুন-

দ্যা ডেইলি ক্যাম্পাস: ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ তার শিক্ষার্থীদের কতটুকু বাজার উপযোগী করে গড়ে তুলছে?

ড. শেখ শফিউল ইসলাম: বিশ্ববিদ্যালয়ের কাজই শিক্ষার্থীদের সর্বজনীন হিসেবে গড়ে তোলা। এটাকে মাথায় রেখেই ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে নানা পরিবর্তন এসেছে। আধুনিক গণমাধ্যমের নতুন অনুষঙ্গকে স্বীকার করে নিয়ে আমরা অনলাইন, টেলিভিশন ও পুরোনো ধাঁচের বাইরে গিয়ে মিডিয়ার নানা বিষয় অন্তর্ভুক্ত করে সিলেবাস তৈরি করেছি এবং তা শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করছি। এখানে থিওরির (তত্ত্ব) পাশাপাশি হাতে-কলমে সব বিষয় শেখানোর জন্য কোর্স রেখেছি। সে হিসেবে প্রচলিত ধারার পাশাপাশি অনলাইন এবং হালনাগাদ মিডিয়ার বিষয়গুলোও পড়ানো হচ্ছে।

বর্তমান সময়কে বলা হচ্ছে, ‘ওয়ানম্যান আর্মি’। অর্থাৎ একজন মানুষ একই সঙ্গে সব বিষয়ে কাজ করবে। সংবাদ সংগ্রহ, সম্পাদনাসহ সব কটি বিষয়। আমাদের এখানে নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ল্যাবে সংবাদ সংগ্রহ, সম্পাদনা, অডিও-ভিডিও শেখার সুযোগ রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ এক্সপার্টদের থেকে শেখার সুযোগ পাচ্ছেন। এককথায়, ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে শিক্ষার্থীরা সম্পূর্ণ বাজার উপযোগী হিসেবে প্রস্তুত হচ্ছেন।

আরও পড়ুন: ‘গবেষণা নির্ভর ইংরেজি বিভাগ গড়তে কাজ করছি’

দ্যা ডেইলি ক্যাম্পাস: প্রাযুক্তিক চ্যালেঞ্জ বিবেচনায় ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সিলেবাস সম্পর্কে জানতে চাই।

ড. শেখ শফিউল ইসলাম: আমাদের সিলেবাসে শুধু প্রিন্ট কিংবা টেলিভিশন নয়, যুগের সবচেয়ে বড় চাহিদা অনলাইন সংবাদ মাধ্যমের নানা বিষয়ও যুক্ত রয়েছে। মাল্ডিমিডিয়া জার্নালিজম, ফটো জার্নালিজম, এডিটিং, ফিচার রাইটিং, স্পেশালাইজড রিপোর্টিংয়ের মতো কোর্স তো রয়েছে। এ জন্য মিডিয়া স্টাডিজের বিভাগে আলাদা একটি বিশেষায়িত ল্যাব তৈরি করা হয়েছে। পাশাপাশি কমিউনিকেশনের বিষয়গুলোও শিক্ষার্থীদের ভালোভাবে শেখানোর জন্য করণীয় বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। এটি প্রতিনিয়ত হালনাগাদ করা হয়, অর্থাৎ আমাদের শিক্ষার্থীরা প্রতিনিয়ত হালনাগাদ বিষয়গুলো শেখার সুযোগ পাচ্ছেন।

দ্যা ডেইলি ক্যাম্পাস: ইন্ডাস্ট্রি -একাডেমিয়ার সুযোগ কেমন?

ড. শেখ শফিউল ইসলাম: এখানে নিয়মিত শিক্ষকদের পাশাপাশি দেশীয় গণমাধ্যমের শীর্ষ এক্সপার্টরা পাঠদান এবং বিভিন্ন সেশন পরিচালনা করে থাকেন। ফলে আমাদের শিক্ষার্থীরা আরও বেশি শেখার সুযোগ পাচ্ছেন। তারা ইন্ডাস্ট্রি-এক্সপার্টদের থেকে সরাসরি শেখার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া তারা বিভিন্ন গণমাধ্যমে যাচ্ছে, শেখার সুযোগ পাচ্ছে। আমরা দেশ-বিদেশের এক্সপার্টদের নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের আয়োজন করে থাকি। ফলে আমাদের শিক্ষার্থীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে তুলনামূলক এগিয়ে থাকছেন। আমাদের বিশ্বাস, বর্তমান বাজারে যেমন দক্ষ গ্র‌্যাজুয়েট চাওয়া হচ্ছে; আমাদের শিক্ষার্থীরা ঠিক তেমন দক্ষ হিসেবেই গড়ে উঠছেন।

‘নিউজ মিডিয়ার পাশাপাশি এনজিও, আইএনজিও, জনসংযোগ এজেন্সি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জনসংযোগ বিভাগ, বিভিন্ন দূতাবাস, কর্পোরেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ তৈরি হয়েছে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থীদের জন্য। এ ছাড়া ডিজিটাল দুনিয়ায়ও অনেক সুযোগ তৈরি হয়েছে।’


দ্যা ডেইলি ক্যাম্পাস: ইউআইইউর পড়াশোনার মান এবং পরিবেশ কেমন?

ড. শেখ শফিউল ইসলাম: ইউআইইউর জার্নালিজম বিভাগের সঙ্গে দেশের এবং দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবরেশন রয়েছে। স্বভাবতই আমাদের শিক্ষার্থীরা দেশ-বিদেশের প্রতিষ্ঠানে যাচ্ছে এবং শেখার সুযোগ পাচ্ছে। বিভাগেও দেশে-বিদেশের এক্সপার্ট ও শিক্ষকরা রয়েছেন। ফলে মান ও পরিবেশে আমাদের শিক্ষার্থীরা সব সময়ই এগিয়ে থাকছেন। আর ইউআইইউ কর্তৃপক্ষ সব সময়ই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ এবং পরিবেশ দিতে আপসহীন।

দ্যা ডেইলি ক্যাম্পাস: শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সুবিধা কেমন...

ড. শেখ শফিউল ইসলাম: ইউআইইউতে ফলাফলের ভিত্তিতে শীর্ষ ১০ শতাংশ শিক্ষার্থী স্কলারশিপ সুবিধা পেয়ে থাকেন। এর মধ্যে প্রথম ২ শতাংশ শিক্ষার্থী শতভাগ, পরবর্তী ৪ শতাংশের জন্য ৫০ ভাগ এবং তার পরবর্তী ৪ শতাংশের জন্য ২৫ ভাগ স্কলারশিপ সুবিধা রয়েছে। মেধাবৃত্তির জন্য শিক্ষার্থীদের কোনো ধরনের যোগাযোগ করতে হয় না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকেই শীর্ষ ফলাফলধারী শিক্ষার্থীদের বৃত্তি গ্রহণের জন্য ডাকা হয়।

দ্যা ডেইলি ক্যাম্পাস: ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ নিয়ে আপনার আগামীর পরিকল্পনা কী। আগামী দিনে এ বিভাগকে কোথায় দেখতে চান...

ড. শেখ শফিউল ইসলাম: বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যের সঙ্গে মিল রেখে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ কাজ করছে। আমাদের বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ায় শীর্ষ একটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হতে কাজ করছে। আমরাও এ বিভাগকে বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে কাজ করছি। পাশাপাশি এখানকার শিক্ষার্থীদের তথ্যের ন্যায়ভিত্তিক বিশ্ব নাগরিক হিসেবে আগামী দিনের জন্য সৎ, দক্ষ এবং মানবিক মানুষ হিসেবে গড়তে কাজ করছি। আশা করছি, আমাদের শিক্ষার্থীরা আগামী সময়ের জন্য যুগোপযোগী হিসেবে গড়ে উঠতে পারবে।


সর্বশেষ সংবাদ