৪৩তম বিসিএস: ফল প্রকাশে বিলম্বের কারণ জানালেন চেয়ারম্যান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৮:০৮ PM , আপডেট: ০৩ মে ২০২৩, ০৮:০৮ PM
প্রায় দুই মাস আগে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত এপ্রিল মাসে ফল প্রকাশের প্রস্তুতিও নিয়েছিল কমিশন। তবে খাতা পুনর্মূল্যায়নের অজুহাতে ফল প্রকাশ করেনি পিএসসি। এতে ফলাফলের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের অপেক্ষার প্রহর বেড়েছে। বেড়েছে দুশ্চিন্তাও।চাকরিপ্রার্থীদের দুশ্চিন্তা এবং ৪৩তম বিসিএসের খুঁটিনাটি বিষয় নিয়ে বুধবার (৩ মে) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে কথা বলেছেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন। সাক্ষাৎকারটি নিয়েছেন শিহাব উদ্দিন—
দ্যা ডেইলি ক্যাম্পাস: ৪৩তম বিসিএসের ফল প্রকাশে বিলম্ব হওয়ার কারণ কী?
সোহরাব হোসাইন: আমরা সম্পূর্ণ নির্ভুলভাবে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চাই। কোনো প্রার্থী যেন কোনো অভিযোগ তুলতে না পারেন সেজন্য খাতাগুলো পুনর্মূল্যায়ন করা হচ্ছে। সেজন্য ফল প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে।
সোহরাব হোসাইন বলেন, আমরা তড়িঘড়ি করে ফল প্রকাশ করতে চাই না। কারণ ফল প্রকাশে কোনো ভুল হলে আইনি জটিলতায় পড়তে হবে। কোনো প্রার্থী যদি ১০ বছর পরও অভিযোগ তোলে তখন এটি নিয়ে বড় ধরনের সমস্যায় পড়তে হবে। আমরা চাই না ফল নিয়ে কোনো ঝামেলা হোক। তাই পুঙ্খানুপুঙ্খভাবে ৪৩তম বিসিএসের ফল পুনর্মূল্যায়ন করা হচ্ছে।
দ্যা ডেইলি ক্যাম্পাস: কবে নাগাদ ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে?
সোহরাব হোসাইন: ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সুনির্দিষ্ট কোনো তারিখ বলা সম্ভব নয়। তবে আমরা চেষ্টা করছি চলতি মে মাসের মধ্যে ফল প্রকাশ করার। আশা করছি মে মাসের মধ্যে ফল প্রকাশ করতে পারবো।
দ্যা ডেইলি ক্যাম্পাস: আপনাকে ধন্যবাদ।
সোহরাব হোসাইন: আপনাকেও ধন্যবাদ।