জবির প্রথম সমাবর্তন বক্তা ড. অরুণ কুমার বসাক
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৬ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আগামী বছরের ১১ জানুয়ারি। সমাবর্তন বক্তা মনোনীত হয়েছেন এমিরিটাস প্রফেসর ড. অরুণ কুমার বসাক। তিনি বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এমিরিটাস প্রফেসর।
রোববার উপাচার্য ড.মীজানুর রহমানের কনফারেন্স কক্ষে সমাবর্তন অনুষ্ঠানের ‘নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। এতে তাকে মনোনীত করা হয়েছে।
প্রসঙ্গত, প্রফেসর ড. অরুণ কুমার বসাক ১৯৭৫ সালে লন্ডনের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের কেন্ট ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন এবং একাধিকবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনইস ইউনিভার্সিটিতে রিসার্চ প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।