পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে রাবি কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘট

পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করেন রাবি কর্মকর্তা ও কর্মচারীরা
পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করেন রাবি কর্মকর্তা ও কর্মচারীরা  © টিডিসি

পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা ও কর্মচারীরা। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১টায় পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম প্রশাসনিক ভাবনের পশ্চিম পাশে লিচুতলায় দুই ঘণ্টার এ ধর্মঘট পালন করেন তারা।

কর্মকর্তা ও কর্মচারীদের দাবি, পোষ্য কোটা বাতিলের মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিল করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন তারা। এ সময় ৮ জানুয়ারি (বৃহস্পতিবা কর্মবিরতির ঘোষণা দেন তারা। 

ধর্মঘটে আইন অনুষদের কর্মচারী রফিকুল ইসলাম বলেন, ‘আমরা ১ পার্সেন্ট নয়, ৫ পার্সেন্ট প্রাতিষ্ঠানিক সুবিধা চাই। আমরা আমাদের সন্তানের অধিকার আদায় করতে জীবন উৎসর্গ করতেও রাজি আছি।’

আরও পড়ুন: ফল প্রকাশের ৭ দিন পরেই সনদ পাবেন রাবি শিক্ষার্থীরা

ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘ন্যায্য অধিকার আদায়ে আজকে আমরা ধর্মঘট করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে গুটি কয়েকটি ছাত্র আমাদের প্রাতিষ্ঠানিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। জীবন, যৌবন দিয়ে আমরা তাদের সেবা করছি আর ওনারা ওই প্রাতিষ্ঠানিক অধিকারকে কবর দেয়। তারা বহিরাগত লোক এনেও আন্দোলন করেছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, বিশ্ববিদ্যালয় শান্তি পরিবেশকে নষ্ট করার জন্য চক্রান্ত চালাচ্ছেন তারা। দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ও আমাদের সন্তানদের ভর্তির জন্য সুযোগ দিতে হবে। আমাদের অধিকার যত দিন না আদায় হচ্ছে, তত দিন আমরা রাজপথে থাকবেন।’

সমিতির দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় ধর্মঘটে তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হল নির্মাণে সহযোগিতার অঙ্গীকার চীনা রাষ্ট্রদূতের

উল্লেখ্য, এক মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে রাবি প্রশাসন ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানের কোটা বাতিল করে কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ কোটা রাখে। তবে শিক্ষার্থীদের চাপের মুখে শেষ পর্যন্ত পোষ্য কোটা পুরোপুরি বাতিল করা হয়।


সর্বশেষ সংবাদ