একাদশ শ্রেণি ভর্তি: ৪র্থ ধাপে নিশ্চায়ন ৭ মার্চ

 শিক্ষার্থী
শিক্ষার্থী   © ফাইল ফটো

একাদশ শ্রেণির ভর্তিতে চতুর্থ ধাপে মনোনয়ন প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী সোমবারের (৭ মার্চ) মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। এদিন বিকাল ৫টা পর্যন্ত ভর্তি নিশ্চায়নের সুযোগ পাবে শিক্ষার্থীরা।

শুক্রবার (৪ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা সূত্র এ তথ্য জানা গেছে। এর আগে, বৃহস্পতিবার (৩ মার্চ) ভর্তি নিশ্চায়ন নির্দেশিকায় এ তথ্য জানানো হয়।
নির্দেশিকায় বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে চতুর্থ পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তিতে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজে ভর্তি নিশ্চায়ন করার জন্য আগামী ৭ মার্চ (সোমবার) বিকাল ৫টা পর্যন্ত ভর্তি ওয়েবসাইটে যাবতীয় কার্যক্রম করতে পারবে।

নির্দেশিকায় বোর্ড আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়নে ব্যর্থ হলে পরবর্তীতে রেজিস্ট্রেশন বা অন্য কোন জটিলতার সৃষ্টি হলে বোর্ড দায়ী থাকবে না।

উল্লেখ্য, একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগবঞ্চিত শিক্ষার্থীদের চতুর্থ ধাপের ফল মঙ্গলবার (১ মার্চ) প্রকাশ করা হয়।

আরও পড়ুন: রাবিতে আইন বিভাগের ফুটবল ফেস্টের ফাইনাল অনুষ্ঠিত

এর আগে গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি কলেজ ভর্তির অনলাইন আবেদন গ্রহণ করা হয়।

জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারাদেশে ১৫ লাখ ৬ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে তৃতীয় ধাপ পর্যন্ত ১৪ লাখ ৬৩ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন। আবেদন করেও সারাদেশে ৪৩ হাজার ৩৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাননি।


সর্বশেষ সংবাদ