করোনা এখনও যায়নি, নতুন ধরন আসতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক  © সংগৃহীত

বর্তমানে অর্থনৈতিকসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে, জিডিপির প্রবৃদ্ধি বাড়ছে। তবে করোনা এখনো চলে যায়নি। নতুন ধরন আসতে পারে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (১৩ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনের জন্য ইউরোপ-আমেরিকায় চেষ্টা করেছিলাম, কিন্তু সাড়া পাইনি। তখন চীন ৩ মাসের মধ্যেই ৭ কোটি টিকা দিয়েছিল। পর্যাপ্ত ভ্যাকসিন পাওয়ার কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ৭৫ শতাংশ মানুষ করোনা টিকার আওতায় এসেছে বলে জানান মন্ত্রী।

এর আগে শনিবার (১২ মার্চ) এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনেশন প্রোগ্রামে আমরা ২০০ দেশের মধ্যে অষ্টম স্থানে আছি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ও তার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: ‘ক্যাম্পাসে রুচিশীলতার চরম অধপতন ঘটছে’

তিনি বলেন, আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম। ৩২ হাজার লোক করোনায় মারা গেছেন। ভারতে ৫ লাখ লোক মারা গেছেন। যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশে ১০ লাখ লোক মারা গেছেন। সেই তুলনায় বাংলাদেশ ভালো আছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১১ জনে। আজ রবিবার (১৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৩৩ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১১ জনে। শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ।

এর আগে গতকাল শনিবার (১২ মার্চ) তিনজনের মৃত্যু ও ১৯৮ জনের দেহে এই ভাইরাস শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জন।

২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৩৬৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের দুজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে ২ জন ঢাকার ও ১ জন রাজশাহী বিভাগের।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence