লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করল বাংলাদেশ চা বোর্ড

বাংলাদেশ চা বোর্ডের লিখিত পরীক্ষা আগামী ১৮ এপ্রিল
বাংলাদেশ চা বোর্ডের লিখিত পরীক্ষা আগামী ১৮ এপ্রিল  © সংগৃহীত

বাংলাদেশ চা বোর্ড লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৪টি পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। প্রকাশিত সূচি অনুযায়ী, প্রতিষ্ঠানটির লিখিত পরীক্ষা আগামী ১৮ এপ্রিল। বোর্ডের সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষাবিষয়ক এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, গাড়িচালক, প্লাম্বার ও স্টোরকিপার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উল্লিখিত তারিখে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষা চট্টগ্রামের নাসিরাবাদের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সঠিক আবেদনকারীদের অনুকূলে ইতোমধ্যে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে।

কোনো প্রার্থী লিখিত পরীক্ষার প্রবেশপত্র ১২ এপ্রিলের মধ্যে না পেয়ে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। 

লিখিত পরীক্ষাবিষয়ক বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ