গলি বয় রানার গান হুবহু গাইলেন কলেজ পড়ুয়া সিফাত (ভিডিও)

  © টিডিসি ফটো

ঢাকার কামরাঙ্গীর চরে পথ শিশু হিসেবে বেড়ে ওঠা রানার একটি হিপ হপ গান ফেসবুকে ছড়িয়ে পড়লে তা সকলের নজর কাড়ে। পরিচিত হয়ে ওঠে সে 'গলি বয় রানা' নামে। যে গানটি গেয়ে আজ রানা মৃধার এত পরিবর্তন সে গানই হুবহু গাইলেন কলেজ পড়ুয়া এক ছাত্র সিফাত।

গত বছর ২২ জুলাই একটি ভিডিও ইন্টারভিউতে 'গলি বয় রানা'র এ গানটি হুবহু গেয়েছেন সিফাত। পরে শুভ বাংলাদেশ নামে একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হলে সেটি মুহুর্তেই ছড়িয়ে পরে সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে।

গানটির কথা গুলো-আমি রানা গাল্লি বয় ঢাক্কাইয়া গাল্লি বয়, আমি রানা গাল্লি বয় ঢাক্কাইয়া গাল্লি বয়, রিংটোন-বাজলে ধরবেন ফোন। গানটি লিখেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ হাসান তবীব। সঙ্গীত করেছেন এল এম জি বিট।


সর্বশেষ সংবাদ