লাল-সবুজের পতাকায় আজ কেন এত লাল, প্রশ্ন আফরান নিশোর

আফরান নিশো
আফরান নিশো  © সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে এক দফা দাবিতে রাজপথে নেমে এসেছেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এবার মুখ খুলেছেন জন প্রিয় অভিনেতা আফরান নিশো। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় ইন্সটাগ্রামের স্টোরিতে লিখেন, আমার সোনার বাংলা আমাদের প্রাণ লাল সবুজের পতাকা সবুজের মাঝে লাল। বাবা মুক্তিযোদ্ধা, চেতনা- লড়ব যদি যাক প্রাণ, লাল সবুজের পতাকা... তাদেরই প্রতিদান তাদের আত্মত্যাগের ঘ্রাণ।  

আমার সবুজ।

লাল সবুজের পতকায় আজ কেন এতো লাল?

শান্তি চাই

হোক সংস্কার

অপমান চাইনা

রক্তাক্ত রাজপথ চাইনা

হোক সমাধান

লাল সবুজের পতাকায় আর তো লাল চাইনা...

আরও পড়ুন: আহত শিক্ষার্থীদের দায়িত্ব নেয়ার ঘোষণা সালমান মুক্তাদিরের

নিশোর বাবা আবদুল হামিদ মিয়া একজন বীর মুক্তিযোদ্ধা এবং টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ফুসফুসে ক্যানসারজনিত রোগে ১ অক্টোবর ২০২০ সালে মৃত্যুবরণ করেন।

 

সর্বশেষ সংবাদ