অনশনকারীদের সঙ্গে দেখা করতে আসছেন অধ্যাপক জাফর ইকবাল

শাবিপ্রবি আন্দোলন
শাবিপ্রবি আন্দোলন  © ফাইল ছবি

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনশন চলছে। গত বুধবার থেকে টানা সাত দিনেরও বেশি সময় (১৫০ ঘণ্টারও বেশি) ধরে চলা অনশনে বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ও কয়েকজন অনশনস্থলেই চিকিৎসা নিচ্ছেন। তবু অনশন ভাঙেননি একজনও।

এদিকে, সপ্তম দিনে আজ মঙ্গলবার সন্ধ্যায় অনশন ভেঙে ফেলার বিষয়ে শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে আলোচনা হয়। প্রায় দুই ঘণ্টা ধরে আলোচনা শেষে তারা জানায়, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাবেন।

তাদের এই আমরণ অনশন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক আসার কথা রয়েছে। রাত সাড়ে ১০টার পর আন্দোলনের অন্যতম মুখপাত্র মীর রানা এ তথ্য জানিয়েছে। এছাড়াও আন্দোলনকারীরা ফেসবুকের গ্রুপে এ বিষয়ে একটি পোস্টও করেছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ রাতেই জাফর স্যার আর ইয়াসমিন ম্যাম আসার কথা। আসতে আসতে ৩-৪টাও বাজতে পারে।


সর্বশেষ সংবাদ