রুয়েটের সাবজেক্ট চয়েজ ফরম পূরণ শুরু ৮ মার্চ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ১৪ মার্চ ২০২৫, ০৯:৫৬ AM

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। মেধাতালিকায় নাম থাকা শিক্ষার্থীরা আগামী ৮ থেকে ১৫ মার্চ পর্যন্ত বিভাগের পছন্দক্রম প্রদান করতে পারবেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রুয়েটের ওয়েবসাইটে ‘ক’ বিভাগে ১ হাজার ২৩০ সিটের বিপরীতে ৭ হাজার ৯৩০ জনের তালিকা প্রকাশ করা হয়। পাশাপাশি ‘খ’ বিভাগ ও পার্বত্য জনগোষ্ঠীর জন্য যথাক্রমে ৩০ আসন ও ৫টি আসনের বিপরীতে ৫২৪ জন ও ১৬ জনের তালিকা দেওয়া হয়। প্রথম পর্যায়ে ভর্তির জন্য মেধাক্রম ১ থেকে ১ হাজার ২০০ জন এবং মেধাক্রম ১ থেকে ৩০ প্রার্থীদের সশরীরে নিরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে।
আগামী ১৯ মার্চ সকাল ৯টা থেকে বেলা ২টার মধ্যে তালিকায় নাম থাকা শিক্ষার্থীদের নিরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে বান্দরবান জেলার অধিবাসী, পার্বত্য জেলা ও অন্যান্য এলাকার উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃগোষ্ঠী মেধাক্রম ১ থেকে ১৬ প্রার্থীদেরও একই সময়ে উপস্থিত থাকতে হবে।
প্রসঙ্গত, এ বছর দুই ধাপে অনুষ্ঠিত হয় রুয়েটের ভর্তি পরীক্ষা। ৮ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে মনোনীত ৮ হাজার ২ জন পরীক্ষার্থীকে নিয়ে গত ২০ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।