বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচিতে পরিবর্তন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ   © সংগৃহীত

সবশেষ ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ দল। এরপর ঘরের মাঠে অজিদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেললেও তাসমান পাড়ের দেশটিতে পাড়ি জমানো হয়নি টাইগারদের। এবার ঘুচতে যাচ্ছে দীর্ঘদিনের সেই আক্ষেপ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালে অস্ট্রেলিয়া সফর করার কথা ছিল বাংলাদেশের। তবে অজিদের ব্যস্ততার কারণে সিরিজটি এগিয়ে ২০২৬ সালে করার পরিকল্পনা করা হয়েছে।

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে, ২০২৭ সালের মার্চে বিশেষ একটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এজন্যই মূলত বাংলাদেশের সঙ্গে সিরিজটি এগিয়ে আনা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের আগস্টে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ। তবে এই সফরটি কোন ফরমেটে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। 

এর আগে, সবশেষ অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ডারউইনে খেলেছিল টাইগাররা। বাংলাদেশের সেই সিরিজের পর এই মাঠে আর খেলা হয়নি। এবার ১৭ বছর পর আবারো ক্রিকেট ফিরছে এখানে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে এখানেই শুরু হবে এবারের অস্ট্রেলিয়ান গ্রীষ্ম মৌসুম। ডারউইনে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার খবরটি ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে।


সর্বশেষ সংবাদ