৪৪ দিনের ছুটি পাচ্ছেন রুয়েট শিক্ষার্থীরা

রুয়েট
রুয়েট  © সংগৃহীত

পবিত্র রমজান, মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী শনিবার থেকে ৪০ দিনের ছুটি পাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। তবে বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট ৪৪ দিন পর ক্লাসে ফিরবেন শিক্ষার্থীরা ।  

তবে, ২০১৯ সিরিজের ছাত্র-ছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে সকল বিভাগের ২০১৯ সিরিজের ছাত্র-ছাত্রীদের ক্লাশসমূহ রমজান মাসের প্রথম ২ সপ্তাহ চলমান থাকবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ক্লাশসমূহ আগামী ১ মার্চ হতে ৩০ মার্চ পর্যন্ত মোট ৩০ দিন পবিত্র রমজান অবকাশ উপলক্ষ্যে বন্ধ থাকবে। অবকাশকালীন সময়ের রোস্টার ডিউটির তালিকা যথাশীঘ্র সম্ভব জরুরি ভিত্তিতে অত্র দপ্তরে প্রেরণের জন্য সংশ্লিষ্ট সকল ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, শাখা প্রধান এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করা যাচ্ছে। এ সময়ে শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করা যাবে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ২৮ মার্চ জুমাতুল বিদা ও পবিত্র শব-ই-ক্বদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ২৯ মার্চ হইতে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগসমূহের (পানি, বিদ্যুৎ, গ্যাস, মেডিকেল, নিরাপত্তা ও ইন্টারনেট ইত্যাদি) কাজ যথারীতি চলবে। অবকাশের পর সকল ক্লাশসমূহ আগামী ১২ ফেব্রুয়ারি হতে শুরু হবে এবং ক্লাস ও অফিসের সময়সূচি পূর্বের ন্যায় বলবৎ থাকবে। 

এতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সিরিজের ছাত্র-ছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে সকল বিভাগের ২০১৯ সিরিজের ছাত্র-ছাত্রীদের ক্লাস সমূহ রমজান মাসের প্রথম ২ সপ্তাহ চলমান থাকবে। এছাড়াও রমজান অবকাশকালীন পরীক্ষাসমূহ যথারীতি পূর্ব ঘোষিত সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাসমূহে দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে কর্মক্ষেত্রে উপস্থিত থাকতে হবে। অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে অফিস আদেশ জারি করা হলো।


সর্বশেষ সংবাদ