বিগত প্রশাসনের বিভিন্ন অনিয়মের তথ্য নিচ্ছে শাবিপ্রবি
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৪ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৪ PM

বিগত সময়ে নিয়োগ, প্রমোশন, আপগ্রেডেশন ও পেনশনসহ বিভিন্ন অনিয়মের তথ্য নিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন উপ-রেজিস্ট্রার মো. আমিনুল হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে নিয়োগ, প্রমোশন, আপগ্রেডেশন এবং পেনশনসহ অন্যান্য অনিয়ম যা বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি, অর্ডিন্যান্স, চাকরি বিধিমালা ও নীতি-নৈতিকতা পরিপন্থি, সেসকল বিষয় তদন্ত ও সুপারিশ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্টদের নিকট থেকে তথ্য, আবেদন সংগ্রহ করা হচ্ছে।
এতে আর বলা হয়, এ বিষয়ে তথ্য প্রদানকারীকে সুনির্দিষ্ট বিষয় ও প্রমাণাদিসহ (কাগজপত্র, অডিও, ভিডিওসহ ইত্যাদি) আগামী ২৫ মার্চের মধ্যে (অফিস সময়ে) ব্যবসায় প্রশাসন বিভাগের অফিসে দাখিল করতে বলা হয়েছে।
তথ্য প্রদানকারীর পরিচয় প্রয়োজনে গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।