শিক্ষাঙ্গনে আধিপত্যবাদ আমরা মেনে নিবো না: শাবিপ্রবি শিক্ষার্থীরা
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৪ AM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৮ AM

'শিক্ষাঙ্গনে নব্য কোনো সন্ত্রাসী দলের উত্তান হলে আমরা আবারো এক কাতারে দাঁড়াবো। শিক্ষাঙ্গনে কারো আধিপত্যবাদ আমরা মেনে নিবো না' বলে হুঁশিয়ারি দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েটে সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা।
এসময় শিক্ষার্থীরা আরও বলেন, 'যদি হল দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী আর টেন্ডারবাজি করে আগামীতে ছাত্র রাজনীতি করার চেষ্টা করেন, তাহলে ইতিহাসে ছাত্রলীগের মতোই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। জুলাই বিপ্লবের পরে ক্যাম্পাস এভাবে রক্তাক্ত হবে ছাত্রসমাজ কখনো ভাবতে পারেনি। জুলাইয়ে নরপিশাচরা যেভাবে ক্যাম্পাসে বীভৎসতা করেছিলো আজ ছাত্রদল সেই বীভৎসতা দেখিয়েছে। বিগত সময়ে আবরার ফাহাদদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে যেভাবে হত্যার বৈধতা দিয়েছিল, এখনো সন্ত্রাসীরা একই ট্যাগ দিয়ে হত্যার বৈধতা দেওয়ার চেষ্টা করছে। ছাত্র সমাজ জীবন দিয়েছিল বলেই আপনারা আজ মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন। ছাত্র সমাজকে যদি প্রতিপক্ষ বানানোর চেষ্টা করেন তাহলে অবস্থা আওয়ামিলীগের মতোই হবে।'